জ্ঞান সারমর্ম

IDZK ভাটায় কী ভাবে ইট সাজানো হয়? [ইটেরসজ্জা-1]

IDZK ভাটায় যেভাবে ইট সাজানো হয় তা সাবেক পদ্ধতির ভাটায় (FCBTK) ইট সাজানোর পদ্ধতি থেকে অনেকটাই আলাদা। IDZK ভাটায় ইট সাজানোর হরেক পদ্ধতি আছে। পূর্ব ভারতের ভাটা গুলিতে মূলত একটি সারিতেই ইট সাজানো থাকে। উত্তর ভারতের ভাটাগুলিতে আবার অন্যরকম ভাবে ইট সাজানো হয় যেটা এখানে পাবেন – “IDZK ভাটায় ইট সাজানো হয় কী ভাবে? [ইটেরসজ্জা-2]“।

Advertisement

IDZK ভাটা থেকে FCBTK ভাটায় ইটের সজ্জা কতটা আলাদা?

FCBTK ভাটায় যেভাবে সাজানো হয় ইট

FCBTK ভাটায় প্রতি সারিতে উল্লম্বভাবে সুরঙ্গের প্রস্থ বরাবর ইট সাজানো হয়। বাতাসের গতিপথের অভিমুখে পর পর সাজানো থাকে ইটের সারিগুলি।

IDZK ভাটায় যেভাবে ইট সাজানো হয়

যেকোনও IDZK ভাটায় প্রতি প্রকোষ্ঠ বরাবর ইট সাজানো হয়। এই ভাটাতেও প্রতি সারিতে উল্লম্বভাবে সুড়ঙ্গের প্রস্থ বরাবর ইট সাজানো হয়। তবে এই ভাটায় প্রতিটি সারির প্রস্থ এক হয় না। বাইরে থেকে ভিতর দিকে যাওয়া সারিগুলিতে ধাপে ধাপে সারির প্রস্থ বাড়তে থাকে। সাধারণত আটটি সারিতে সাজানো থাকে ইট।

FCBTK ভাটায় সবসারিতে ইটের সংখ্যা একই থাকায় বায়ুর পথ সোজা হয়। কিন্তু IDZK ভাটায় পাশাপাশি ইটের সারির ইটের সংখ্যা কম বেশি হওয়ায় বাতাসকে সুড়ঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ধাক্কা খেতে খেতে এগোতে হয়। এর ফলে বাতাসের পথ হয় আঁকাবাঁকা।

Advertisement

নতুন প্রযুক্তির (IDZK) ভাটায় প্রকোষ্ঠের আকার কেমন হয়?

প্রকোষ্ঠ তৈরি হয় নীচের নিয়ম মেনে:

  1. সুড়ঙ্গের প্রস্থই প্রকোষ্ঠের প্রস্থ।
  2. কোনও প্রকোষ্ঠের প্রস্থ নির্মীয়মান ইটের প্রস্থের উপরে নির্ভর করে। প্রতিটি প্রকোষ্ঠে ইটের আটটি সারি থাকে। প্রতিটি সারি কতটা চওড়া হবে তা নির্ভর করে নির্মীয়মান ইটের দৈর্ঘ্যের উপরে। দুটি পাশাপাশি সারির মধ্যে আধখানা ইটের দৈর্ঘ্যের ফাঁক রাখা হয়। প্রতিটি প্রকোষ্ঠের দৈর্ঘ্য 8 থেকে 9 ফুট (2.5 থেকে 2.75 মিটার)-য়ের মধ্যে থাকে।

নতুন প্রযুক্তির ভাটায় প্রকোষ্ঠে ইট সাজানো থাকে কীভাবে?

প্রতিটি প্রকোষ্ঠে ইট যেভাবে সাজাতে হয়:

  1. প্রতিটি প্রকোষ্ঠে আটটি সারিতে সাজানো থাকে ইট। একটি বাইরের সারি। তারপরে সাতটি সারি থাকে ভিতরের দিকে। প্রতিটি সারি কতটা চওড়া হবে তা নির্ভর করে ইটের দৈর্ঘ্যের উপরে। দুটি সারির মাঝখানে আধলা ইটের দৈর্ঘ্যের ফাঁক রাখা হয়।
  2. মাঝখানের সারিগুলিতে বেশ কয়েকটি থাকে ইট সাজানো হয়। প্রতিটি থাক কিন্তু সমান উচ্চতার হয় না।
  3. প্রকোষ্ঠে ইটের অষ্টম সারিটি প্রকোষ্ঠের দেওয়ালের কাজ করে। ওই দেওয়ালে কিছু দূর অন্তর অন্তর ফাঁক রাখা হয় যা একদিকে বাইরের দেওয়ালে খোলে, অন্যদিকে খোলে মিয়ানায়।
  1. প্রকোষ্ঠে ক’টি থাকে ইট সাজানো হবে এবং প্রতি থাকে ক’টা ইট থাকবে তা নির্ভর করে ভাটা কতটা চওড়া এবং উৎপাদন ক্ষমতা কত, তার উপরে।
  2. পাশাপাশি দুটি সারি ইট দিয়ে সংযুক্ত থাকে। এই সংযোগ কেবলে বন্ধন। থাক গুলির মধ্যে এই বন্ধন যতো বেশি থাকে ভাটার গঠন ততো দৃঢ় হয়।
  3. পাশাপাশি দুটি থাক ইট দিয়ে সংযুক্ত থাকে। এই সংযুক্তিকরণকে বলে যদি। এই সংযোগ যতো বেশি থাকবে ততোই দৃঢ় হবে ভাটার গঠন।

প্রকোষ্ঠে বায়ুনালী গুলি কোথায় উন্মুক্ত হয়?

প্রকোষ্ঠের মধ্যে যেভাবে বায়ুনালী বা গ্যাসনালীগুলি উন্মুক্ত হয় সেটাই ভাটার ভিতরে বায়ুর গতিপথ নির্দিষ্ট করে। নতুন প্রযুক্তির ভাটায় প্রতিটি প্রকোষ্ঠের শেষসারি বায়ুনালী খোলে বাইরের দিকে। তার আগের সারির বায়ুনালী খোলে ভিতরের দিকে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকায় বাতাস ভাটার ভিতরে প্রতিটি প্রকোষ্ঠে এঁকেবেঁকে চলতে বাধ্য হয়।

ভাটার ভিতরে একটি মাত্র আঁকাবাঁকা পথে বাতাস চলাচল করে কী ভাবে?

এক সারির আঁকাবাঁকা ভাটায় বাতাস পাশাপাশি থাকা প্রকোষ্ঠে বিপরীত দিক দিয়ে ঢোকে বেরোয়। প্রথম প্রকোষ্ঠে যদি ডানদিকের ছিদ্র দিয়ে বাতাস ঢোকে, তবে দ্বিতীয় প্রকোষ্ঠে বাতাস ঢোকে বাদিকের ছিদ্র দিয়ে। এভাবেই পর্যায়ক্রমে চলতে থাকে।

কোনও প্রকোষ্ঠে বাদিক দিয়ে বাতাস প্রবেশ করলে তা প্রকোষ্ঠের ডানদিক দিকে যেতে বাধ্য করা হয়, কারণ পরের প্রকোষ্ঠে ডানদিক দিয়েই ঢুকতে হবে বাতাসকে।

আবার পরের প্রকোষ্ঠে বাতাস ডানদিক দিয়ে ঢুকলে তাকে বাদিক দিয়ে এগিয়ে যেতে বাধ্য করা হয়, কারণ পরের প্রকোষ্ঠে বাদিক দিয়ে ঢুকতে হবে বাতাসকে।

পার্শ্ববর্তী দুটি প্রকোষ্ঠে এমনভাবে বাতাস দিক পরিবর্তন করায় যাতে ভাটার মধ্য দিয়ে তাকে এঁকেবেঁকে চলতে হয়।

গলিতে কীভাবে ইট সাজানো হয়?

গলি এলাকায় ইট সাজানো
বাইরের দেওয়ালের ছিদ্র যা গালি এলাকায় খোলে

গলিতে ইট কেবলমাত্র সাজানো হয় আয়তক্ষেত্রের ছোটো দৈর্ঘ্য বরাবর। এই ছোট দৈর্ঘ্য বরাবর পথকেই গলি বলে।

এই এলাকায় প্রতিটি সারিতে ইট কিন্তু একই উচ্চতায় সাজানো হয়, যেমন হয় সাবেক ভাটার ক্ষেত্রে। এই এলাকায় বাতাস সোজা পথে এগোয়। গলি এলাকায় বাতাস ঢোকে সুড়ঙ্গের বাইরের দেওয়াল সংলগ্ন ফুটোগুলি দিয়ে। এরফলে বাতাস প্রকোষ্ঠের একেবারে শেষ কোনায় পর্যন্ত যেতে পারে। তাই যতো বেশি সম্ভব তাপ ইটের কাছে পৌঁছতে পারে। এইভাবে বাইরের দেওয়ালের ফুটো দিয়ে বাতাস ঢোকায় মিয়ানায় বিপরীত দিক থেকে বাতাস আর ঢুকতে পারেনা।

আরও জ্ঞান সারমর্ম জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন IDZK ভাটায় কী ভাবে ইট সাজানো হয়? [ইটেরসজ্জা-1] মেইন পেজে যাওয়ার জন্যClick here to go to User Home