জ্ঞান সারমর্ম

নতুন প্রযুক্তির ইটভাটায় কেমন করে ইট সাজানো হয়?

সাবেক ইটভাটায় যেভাবে ইট সাজানো হয়, নতুন প্রযুক্তির ভাটায় ঠিক সেইভাবে ইট সাজানো থাকে না। এখানে সাধারণত দুটি বা তিনটি সারিতে আঁকাবাঁকা পথে ইট সাজানো থাকে। বড় ভাটা গুলিতে অবশ্য এখন আঁকাবাঁকা পথে চার সারিতেও ইট সাজানো হচ্ছে।

Advertisement

সাবেক ইটের তুলনায় নতুন পদ্ধতিতে ইট নির্ধারণের পার্থক্য কোথায়?

সাবেক ভাটায় ইট যেভাবে সাজানো হয়

সাবেক ভাটায় উল্লম্ব ভাবে সুড়ঙ্গের প্রস্থ বরাবর প্রতিটি সারিতে ইট সাজানো থাকে। আগুনের গতিপথ অনুযায়ী ইট পরপর সারিতে সাজানো হয়।

নতুন প্রযুক্তির ভাটায় ইট যে ভাবে সাজানো হয়

সাবেকি ইট ভাটার মতো নতুন প্রযুক্তির ভাটাতেও সুড়ঙ্গের প্রস্থ বরাবর উল্লম্বভাবে প্রতিটি সারিতে ইট সাজানো হয়। তবে সাবেক ভাটার মতো এক্ষেত্রে প্রতিটি সারির প্রস্থ এক থাকে না। প্রতিটি প্রকোষ্ঠে পাঁচটি সারি এমনভাবে সাজানো হয় যে পর্যায়ক্রমে প্রস্থ বাড়তে বাড়তে যায়।

এখানে ইট সাজানোর পদ্ধতি যেহেতু ভিন্ন, তাই দুই ধরনের ভাটায় বাতাস ভিন্নপথে এগোয়। সাবেক ভাটায় বাতাস সুড়ঙ্গের ভিতরে সোজাপথে এগোয়। নতুন প্রযুক্তির ভাটায় বাতাস সুড়ঙ্গের দৈর্ঘ্যপ্রস্থ বরাবর ধাক্কা খেতে খেতে এগোয়, তার ফলে বাতাসের গতিপথ আঁকাবাঁকা হয়। কীভাবে বায়ুকে এমনপথে চালনা করাহয় তার ব্যাখ্যা পরে দেওয়া হয়েছে।

Advertisement

নতুন প্রযুক্তির ভাটায় প্রকোষ্ঠ দৈর্ঘ্যে প্রস্থে কতটা?

প্রকোষ্ঠের দৈর্ঘ্য-প্রস্থকে মনভাবে ঠিক করা হয়?

  1. প্রকোষ্ঠ আর সুড়ঙ্গের প্রস্থ সমান হয়।
  2. প্রকোষ্ঠের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। প্রতিটি প্রকোষ্ঠে পাঁচটি সারিতে ইট সাজানো থাকে। প্রতিটি সারির প্রস্থ নির্ভর করে ইটের দৈর্ঘ্যের উপরে। দুটি পাশাপাশি সারির মধ্যে আধ ইটসমান ফাঁক রাখা হয়। প্রতিটি প্রকোষ্ঠের দৈর্ঘ্য ৫ফুট ৮ইঞ্চি থেকে ৬ফুট ৩ইঞ্চির মধ্যে থাকে।

নতুন প্রযুক্তির ভাটায় যেভাবে ইট সাজানো থাকে?

প্রকোষ্ঠের মাঝামাঝি এলাকায় ইটের সারি
প্রকোষ্ঠে ইটের সারি

প্রকোষ্ঠে ইট যে নিয়মে সাজানো থাকে তা হল-

  1. ইট পাঁচটি সারিতে প্রকোষ্ঠের মধ্যে সাজানো হয় ইট। একটি সারি থাকে শেষে। বাকি গুলি পরপর মাঝের দিকে সাজানো হয়। প্রতিটি সারির প্রস্থ ইটের দৈর্ঘ্যের সমান। দুটি পাশাপাশি ইটের সারির মধ্যে আধইটের সমান ফাঁক রাখতে হবে।
  2. নতুন প্রযুক্তির ভাটায় মাঝের চারটি সারির সবকটিতে সমানসংখ্যক ইট থাকেনা।
  3. শেষের সারিটি প্রকোষ্ঠের ইটের দেওয়ালের কাজ করে। সেই দেওয়ালে পরপর কয়েকটি ফুটো থাকে। ফুটো গুলির অবস্থান মিয়ানারএবংভাটার বাইরের দেওয়ালের কাছেই।
  4. কটাসারিতে ইট সাজানো হবে এবং প্রতিটি সারির দৈর্ঘ্য কত হবে তা নির্ভর করে ভাটার উৎপাদনক্ষমতা এবং সুড়ঙ্গের প্রস্থের উপরে।
  5. আশপাশের সারিগুলি ইটের সাহায্যেই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। ইটের মাধ্যমে দুইসারির এই সংযোগকে বন্ধন বলে। এই সংযোগের ফলে ভাটার ইটের সারিগুলির গঠনগত স্থায়িত্ব অটুট থাকে।
  6. প্রতিটি সারি মিলে তৈরি হয় এক একটি ধাপ। পাশাপাশি থাকা ধাপগুলিও ইটের মাধ্যমেই যুক্ত থাকে। এই সংযোগকে বলে জোড়ি। এরফলে কোনও ঝড়ঝাপটাতে ভাটার ইটের সজ্জাঅক্ষুন্ন থাকে।

বাতাস ঢোকানোর জন্য বায়ুপথগুলি কীভাবে তৈরি হয়?

পাশ দেওয়ালের বায়ুপথ
কেন্দ্রীয় বায়ুপথ

দুই ধাপের আঁকাবাঁকা পথের ভাটায় প্রকোষ্ঠের পঞ্চম সারির গায়ে দুটি বায়ুপথ থাকে। সুড়ঙ্গের দুই প্রান্তে বায়ু পথ গুলি (প্রান্তীয়বায়ুপথ) উম্মুক্ত হয়। পরের প্রকোষ্ঠে পঞ্চম সারির বায়ুপথ গুলি সুড়ঙ্গের মাঝামাঝি এলাকায় উম্মুক্ত হয়। এইভাবে পর্যায়ক্রমে বায়ুপথগুলি কখনও সুড়ঙ্গের মাঝামাঝি, কখনও বা সুড়ঙ্গের দুইপাশে উম্মুক্ত হয়। এইভাবে বায়ুপথ উম্মুক্ত হওয়ায় সুড়ঙ্গের ভিতরে বাতাস আঁকাবাঁকা পথ ধরে এগোয়।

দুইধাপের ভাটায় বাতাসকে নির্দিষ্ট পথে চালনা করা হয় কীভাবে?

দুইধাপের ভাটায় বাতাস পর্যায়ক্রমে দুইপ্রান্তীয়বায়ু পথ এবং মাঝখানের বাযুপথ দিয়ে বাতাস যাওয়া আসা করে। তাতেই বাতাস এঁকেবেঁকে চলতে বাধ্য হয়।

প্রান্তীয়বায়ুপথ দিয়ে বাতাস যখন প্রকোষ্ঠে প্রবেশ করে (ছবিতে প্রথম প্রকোষ্ঠে যেমন দেখানো হয়েছে),তা প্রকোষ্ঠের প্রস্থ বরাবর ভিতর দিকে প্রবাহিত হয়। পরের প্রকোষ্ঠের মাঝখানের বায়ুপথ দিয়ে তা বাইরে বেরিয়ে যায়।

বাতাস যখন মাঝখানের বায়ুপথ দিয়ে প্রকোষ্ঠে ঢোকে (ছবিতে দ্বিতীয় প্রকোষ্ঠে যেমন দেখানো হয়েছে)তখন তা প্রকোষ্ঠের প্রস্থ বরাবর বাইরের দিকে প্রবাহিত হয়। পরের প্রকোষ্ঠের প্রান্তীয় বায়ুপথ দিয়ে তা বাইরে বেরিয়ে যায়।

পাশাপাশি দুটি প্রকোষ্ঠে পর্যায়ক্রমে এই দুই বিপরীতমুখী গতিপথেই বাতাস এঁকেবেঁকে এগোতেথাকে।

গলিতে কীভাবে সাজানো হয় ইট?

গলিতেইটেরসজ্জা
গলিরশুরুতেইথাকাবায়ুপথ

নতুন প্রযুক্তির ইট ভাটায় আয়তক্ষেত্রকার সুড়ঙ্গপথের বড় দৈর্ঘ্য বরাবরই প্রধানত ইট সাজানো হয়। অনেক ক্ষেত্রে সাবেকি ভাটার মতো সুড়ঙ্গের কম দৈর্ঘ্য বরাবরও নতুন প্রযুক্তির ভাটায় ইট সাজানো হয়। এই কম দৈর্ঘ্যের অঞ্চলকে বলে গলি।

এই গলিতে কিন্তু ইটের প্রতিটি সারিতেই সমসংখ্যক ইট থাকে। আঁকাবাঁকা পথ ছেড়ে বাতাস এই অঞ্চলে সোজা পথে যায়। গলির প্রবেশও নিষ্ক্রমণ পথে সুড়ঙ্গের বাইরের দেওয়াল ঘেঁষে বায়ু পথ রাখা হয়। এই ব্যবস্থায় বাতাস সুরঙ্গের একেবারে প্রান্তীয় এলাকায় দিয়ে প্রবাহিত হয়। এর ফলে যত বেশি সম্ভব ইট সমান তাপ গ্রহণ করতে পারে।

আরও জ্ঞান সারমর্ম জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন নতুন প্রযুক্তির ইটভাটায় কেমন করে ইট সাজানো হয়? মেইন পেজে যাওয়ার জন্যClick here to go to User Home