ব্রিকগুরু কি এবং কেন

ইট তৈরির প্রক্রিয়া অতি জটিল। নিরন্তর কাঁচা মালের যোগান যেমন দিয়ে যেতে হয়, তেমনই প্রয়োজন নিরবিচ্ছিন্ন শক্তির যোগান। কাঁচা মাল সংগ্রহ, ইটভাটায় তা সরবরাহ করা, ইট পোড়ানোর জন্য শক্তির সংস্থান এবং তৈরি হওয়া ইট নিষ্কাশন করে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া- এই এতগুলি প্রক্রিয়ার মধ্যে যথাযথ সমন্বয় যতো ভালো থাকবে ততো উৎপাদন বাড়বে, শক্তির সাশ্রয় হবে এবং উচ্চ মানের ইট তৈরি হবে। পুরনো প্রযুক্তি বিদায় দিয়ে, ইট ভাটার অভ্যন্তরীণ নকশা বদলে যেমন শক্তির ব্যবহার কমানো গিয়েছে, তেমনই কমানো গিয়েছে দূষণের মাত্রা।

একটি স্বয়ংসম্পূর্ণ তথ্যভান্ডার এবং প্রশিক্ষণের মাধ্যম হিসেবে ব্রিকগুরু ইটশিল্পের সঙ্গে যুক্ত তিন ধরনের উপভোক্তার চাহিদা পূরণ করতে সক্ষম-

  1. ইট নির্মাতা (পুরানো/নতুন)
  2. ইট ব্যবহারকারী (ঠিকাদার, নির্মাণকর্মী, আর্কিটেক্ট এবং কনসালট্যান্ট)
  3. নীতি নির্ধারক (যাঁরা নীতি প্রনয়ণ করেন, যাঁরা নীতি কার্যকর করেন, যাঁরা নজরদারি করেন, উৎপাদকদের সংগঠন, সমাজকর্মী ইত্যাদি)।

আপনি যদি উৎপাদক বা নির্মাতা হন তাহলে আপনি কী ভাবে কম শক্তি খরচ করে, পরিবেশকে কম দূষিত করে, বেশি সংখ্যায় উচ্চ মানের ইট তৈরি পারবেন ব্রিকগুরু আপনাকে সেই কৌশল শিখিয়ে দেবে।

আপনি যদি ঠিকাদার, বাড়ি নির্মাণ কর্মী আর্কিটেক্ট বা কনসালট্যান্ট হন তাহলে কোন কাজে কী ধরনের ইট ব্যবহার করলে সুফল পাবেন ব্রিকগুরু আপনাকে সেই কৌশল শিখিয়ে দেবে। বাজারে আপনার সুনাম হবে।

আপনি যদি নীতি নির্ধারক কিংবা পরিদর্শক হন তবে তাহলে ব্রিকগুরুর কাছ থেকে আপনি এমন সব পরামর্শ পেতে পারেন যাতে প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশ রক্ষা ও আইন রক্ষার নিরিখে ইটভাটাগুলির উপরে আপনি সঠিকভাবে নজরদারি চালাতে পারবেন।

উপরিউক্ত তিন ধরনের উপভোক্তার মধ্যে আপনি কোনটা পোর্টালের সেই বোতামটি টিপুন আর আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন।

আপনাদের কোন কোন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রয়োজন হতে পারে তার ভিত্তিতেই তৈরি হয়েছে ব্রিকগুরু পোর্টাল।

ইট শিল্প সংক্রান্ত যে যে বিষয়ে আপনি এই পোর্টালে সাহায্য পাবেন সেগুলি হল-

  • ইট তৈরির বিভিন্ন পদ্ধতি ও প্রযুক্তি
  • কী ভাবে কাজ করে ইটভাটা
  • ইটভাটার ধারাবাহিক উন্নয়ন
  • শক্তি ক্ষয়ের পরিমাণ
  • দূষণ নিয়ন্ত্রণ
  • উচ্চ মানের ইটের উৎপাদন
  • ইট সঠিক কাজে লাগান
  • নিয়ম কানুন
  • বাজার
  • প্রয়োজনীয় আরও তথ্য

ইটভাটা সম্পর্কে যে ভাবে সাধারণ জ্ঞান বাড়াতে সাহায্য করবে ব্রিকগুরু

  • ইটভাটা কি
  • সরাসরি ইটভাটা থেকে
  • উপকরণ
  • ভিডিও
  • ছবি
  • নথিপত্র
  • অনলাইনে জ্ঞান সংগ্রহ
  • আলোচনা সভা
  • প্রশিক্ষণ কেমন ভাবে
  • ইট সরবরাহকারীদের তালিকা
  • উৎপাদকদের তালিকা
  • বিভিন্ন ওয়েবসাইট
  • আলোচনার সুযোগ
  • হেল্পলাইন
  • ব্লগ
  • খবরাখবর

ধাপে ধাপে আমরা ব্রিকগুরুকে আরও সমৃদ্ধ করার চেষ্টা চালাচ্ছি। ইট শিল্প সম্পর্কে একেবারে নতুন নতুন খবর পড়া যাবে এই পোর্টালে। আপনার মহা মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের শিরোধার্য।